Sunday 27th of September 2020 05:41:12 PM
Thursday 15th of October 2015 11:49:00 PM

কমলগঞ্জে ব্র্যাক-সমকাল সুহৃদ সমাবেশ কর্মশালা

নাগরিক সাংবাদিকতা ডেস্ক
আমার সিলেট ২৪.কম
কমলগঞ্জে ব্র্যাক-সমকাল সুহৃদ সমাবেশ কর্মশালা

নারীসমাজকে বর্তমান তথ্যপ্রযুক্তির বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫অক্টোবর, শাব্বির এলাহী: ব্র্যাক, সমকাল সুহৃদ সমাবেশ ও মায়া’র আয়োজনে বৃহষ্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে ‘জানালাটা খুলে দাও’ শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নারীদের স্বাস্থ্য, আইন ও মনো-সামাজিকসহ বিভিন্ন বিষয়ে তথ্যসেবা দিতে মায়া অ্যাপসের ভূমিকা নিয়ে দিনব্যাপী নানা আয়োজন সম্পন্ন হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম। সকালে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকালের সাব এডিটর মো. আসাদুজ্জামান, সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় কমিটির সমুদ্র প্রবাল, নারী নেত্রী ও শিক্ষিকা বিলকিস বেগম, সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু। অনুষ্ঠান স ালনা করেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর উপদেষ্টা ও সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ। তাকে সহযোগিতা করেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি লেখক-সাংবাদিক শাব্বির এলাহী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক শাহরিয়ার জেবিন, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, নারীনেত্রী শেখ মনোয়ারা, সংস্কৃতিকর্মী ও শিক্ষক মো. আলমগীর হোসেন, সাংবাদিক মো. আসহাবুর ইসলাম শাওন, নারী উদ্যোক্তা সোমা বিশ্বাস, সংস্কৃতিকর্মী শিরীন শীলা, সুহৃদ মিজান শিপলু, মো. সুমন আহমদ, পানু চন্দ্র, মো. ধন মিয়া। অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী মো. আলমগীর হোসেন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থী অরুনা সিনহা, শারমীন আক্তার, ফাহিমা বেগম, নিশিতা সিনহা, আমিনা আক্তার প্রমুখ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc