Thursday 1st of October 2020 02:42:38 PM
Saturday 10th of May 2014 02:53:03 PM

কপোতাক্ষ নদ ও বেতনা নদী খননে দুর্নীতিঃমানববন্ধন

বাংলাদেশ, মানবাধিকার ডেস্ক
আমার সিলেট ২৪.কম
কপোতাক্ষ নদ ও বেতনা নদী খননে দুর্নীতিঃমানববন্ধন

আমারসিলেট24ডটকম,১০মেঃ মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ ও বেতনা নদীর চলমান প্রকল্পের কাজের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে, উজানে মাথাভাঙ্গা-পদ্মার সাথে সংযোগ দিয়ে এবং বর্ষা মৌসুমের পূর্বেই কপোতাক্ষ ও বেতনা নদী সংস্কারের দাবিতে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আজ ১০ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ্যাড. মুস্তফা লুৎফুল¬াহ এমপি, তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল¬াহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সাবেক ডিজি নদী গবেষণা সংস্থা প্রকৌশলী ম. এনামুল হক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সুভ্রাংশ চক্রবর্তী, পানি ও সমুদ্র গবেষক নুর মোহাম্মদ, আহ্বায়ক বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের মিহির বিশ্বাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, হাফিজুর রহমান দুলু প্রমুখ।

এছাড়া সংহতি প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতি, কপোতাক্ষ অববাহিকা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, জাতীয় শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ¬বী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, বিপ¬বী ওয়ার্কার্স পার্টি, বিপ¬বী ছাত্র সংহতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি, মনিরামপুর প্রবাসী সমিতি।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc