কওমি মাদ্রাসায় সরকারী শিক্ষা সনদ চান না হেফাজতের আমীর

    0
    228

    আমারসিলেট24ডটকম,০১ফেব্রুয়ারীঃ কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থায় সরকার যে শিক্ষা সনদ দেয়ার কথা বলছে, সেই সনদের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমদ শফী।
    তিনি জোর দিয়ে বলেন, “সরকারি এই সনদ আমরা নেব না, নেব না। আলেম-ওলামাদের দাবি-দাওয়া না মেনে এমন সনদ কোনো কাজে আসবে না। সনদ ছাড়া হক্কানি ওলামাদের আল্লাহ যে সম্মান দিয়েছেন, তা রাজা-বাদশার চেয়েও বড় মর্যাদার।“
    গত কাল শুক্রবার বাদ জুমা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসায় দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব  কথা বলেন।
    আহমদ শফী আরও বলেন, “ইমান-আকিদা এবং ইসলামের ইজ্জত রক্ষার জন্য আমাদের আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ওলামাদের চলমান নাস্তিকবাদবিরোধী আন্দোলনে আমাদের বহুমুখী অর্জন রয়েছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে, ইসলামবিদ্বেষী নাস্তিকবাদী শক্তির কাছে আমাদের জোরালো অবস্থান। এই বার্তা তাদের কাছে  পৌছাতে পেরেছি।’
    সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এবং কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা সেলিম উল্লাহ।
    সমাবেশে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, “এ দেশের ধর্মপ্রাণ মুসলমান ১৩ দফা ইমানি দাবিতে ঐক্যবদ্ধ। আগেও বলেছি, ৯০ ভাগ মুসলিমের এই দেশে ইমান-আকিদা এবং ইসলামের বিপক্ষে এবং ধর্মদ্রোহীদের পক্ষে এভাবে অবস্থান নিয়ে কেউ ক্ষমতায় টিকতে যেমন পারবে না, তেমনি ক্ষমতায়ও যেতে পারবে না।“