কথিত তাফসির মাহফিল প্রত্যাখান সুন্নী জনতার

    1
    640

    আমারসিলেট24ডটকম,০৭মার্চঃ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাণীগাঁও ইউনিয়নস্থ শাহী ঈদগাঁ ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে বিগত ২৩ বৎসর যাবৎ তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলন শান্তিপূর্ণভাবে চলে আসছে। কিন্তু এ বছর সংগঠন তথা এলাকাবাসীকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত মাওলানা রফিকুল ইসলাম জাফরী ব্যক্তিগত উদ্যোগে তাফসির মাহফিলের আয়োজন করায় উক্ত মাহফিল প্রত্যাখান করেছে সংগঠন তথা এলাকার সুন্নী জনতা। এ উপলক্ষে গত বুধবার বাদ মাগরিব রাণীগাঁও বাজারের মহালদার নানু মিয়ার ব্যবসায়িক ভবনে এক প্রস্তুতি ও পরামর্শ সভা হাজী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও আতাউর রহমান সরকার তৌফিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাণীগাঁও গ্রাম তথা ইউনিয়নের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক সুন্নী জনতা উপস্থিত হন। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, মোঃ শফিক মিয়া সরকার, মাওলানা আবুল খয়ের শানু, মাওলানা আব্দুল কদ্দুছ নূরী, মোঃ নানু মিয়া মহালদার, মোঃ কুরবান আলী, মোঃ সিরাজ মিয়া, মাওলানা হুসাইন আহমদ, কে এম এমরান মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ উস্তার মিয়া, মোঃ ইছহাক মিয়া, মোঃ হেলাল মিয়া তালুকদার, মোঃ কনা মিয়া, আব্দুল ছত্তার মিয়া, মোঃ এখলাছ মিয়া সরকার, মোঃ আব্দুল আউয়াল সুমন, মোঃ হেলাল উদ্দিন, খন্দকার আজমান মিয়া, মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ এমরান মিয়া প্রমুখ।

    উল্লেখ্য যে, রাণীগাঁও শাহী ঈদগাঁ ময়দানে ২৩ বৎসর যাবত তাফসির মাহফিল বর্তমানে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য মাওলানা জাফরী সাংগঠনিক বিধি বিধানকে উপেক্ষা করে জৈনক চট্টগ্রামের মাওলানাকে দাওয়াত দেওয়ার অপরাধে গত ২১ ফেব্র“য়ারি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা কমিটির বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তাকে বহিস্কার করা হয়। ওই বহিস্কার ব্যক্তির নিয়ন্ত্রণে পরিচালিত তাফসির মাহফিল প্রত্যাখান এর ঘোষণা দেন সভায় উপস্থিত সুন্নী জনতা এবং উক্ত মাহফিলে সুন্নী জনতাকে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ জানান। তারা সাংগঠনিক ২৪তম তাফসির মাহফিল এর ব্যবস্থা শিঘ্রই নিচ্ছেন বলে সুন্নী জনতা জানান। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল নিয়ে দু’পক্ষের মাঝে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল থেকে ৪দিন ব্যাপী ব্যক্তিউদ্যোগে তাফসিরুল কোরআনা মাহফিল শাহী ঈদগাঁ ময়দানে চলছে।