এভারেস্ট জয় করে ফেরার পথে প্রাণ গেল সজল খালেদের

    0
    336

    ঢাকা, ২১ মে : পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ খালেদ হোসেন। তার বয়স ৩৫ বছর। দেশে তিনি সজল খালেদ নামে পরিচিত। তিনি একজন তরুণ চলচ্চিত্র পরিচালক। কাজলের দিনরাত্রি নামে চলচ্চিত্র পরিচালনা করেন। একই সঙ্গে নিহত হন তার সঙ্গী দক্ষিণ কোরিয়ার অধিবাসী সু হো সিও। এভারেস্ট জয় করে নিচে নেমে আসার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
    এর আগে সফলভাবে এভারেস্ট জয় করেছেন আরও ৪ বাংলাদেশি। তারা হচ্ছেন, মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন। তাদের মধ্যে এম এ মুহিত দুই বার এভারেস্ট জয় করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৪ মে হিমালয়ের সর্বোচ্চ চূড়া স্পর্শ করে বাংলাদেশের জন্য অনন্য গৌরব বয়ে আনেন। মুসা ইব্রাহিমের পথ ধরে দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত ২০১১ সালের ২১ মে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে ওড়ান বাংলাদেশের পতাকা। গত বছরের ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় হিমালয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন নিশাত মজুমদার। তার সঙ্গে দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয় করেন এম এ মুহিত। এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশি আরেক নারী ওয়াসফিয়া নাজরীন ২৬ মে সকালে স্পর্শ করেন এভারেস্টের সর্বোচ্চ চূড়া।