একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংবাদ সম্মেলন

    0
    267

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জানুয়ারীঃ    ২০১৮তে তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে “তরুণ লেখক আত্মপ্রকাশ শীর্ষক” সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আশিকুল কায়েস। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা।
    সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরিষদের সামাজিক কার্যক্রম সহ লেখকদের উন্নয়নে পরিষদের ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়। দেশের সাহিত্যচর্চা সহ সংস্কৃতি অঙ্গণে তরুণ লেখকদের প্লাটফর্ম কাজ করবে বলেও আশিকুল কায়েস তার বক্তব্যে বলেন। এছাড়া তিনি আরও বলেন, কলেজ পর্যায়ে সৃজনশীল ও সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের পরিষদের যেমন অবদান আছে ঠিক তেমনি সাহিত্য পুরস্কারের ক্ষেত্রেও আমাদের এক বিশেষ অবদান থাকবে।
    চলতি বছর থেকেই সেরা তরুণ লেখক পুরস্কার প্রদানের বিষয়টি মাথায় রেখে সংগঠন তার নিজস্ব লক্ষে এগিয়ে যাবে বলে সভাপতি আশাপ্রকাশ করেন।
    ২০১৮ একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে একক ও যৌথ বইয়ের মাধ্যমে মোট ৫১ জন লেখকের নাম প্রকাশ করা হয়েছে।
    পাবনা জেলা থেকে ১৪ জন- অনিক আহমেদ, মোঃ সবুজ আলী, মিরাজুল ইসলাম, নিলয় তাহসান, রিনতু, মাসুম প্রধান, সাব্বির হোসেন, বিপ্লব হাসান, ইশিতা খাতুন, রাকিবুল হাসান, রাব্বি হাসান, খালিদ হাসান, আরিফুল ইসলাম, মোঃ নাজমুল। মাগুরা জেলা থেকে ১২ জন- মলয়কান্তি মজুমদার, শম্ভুনাথ মৈত্র, শচীন্দ্রনাথ বিশ্বাস, শহিদুল্লাহ সবুজ, কামরুল আক্তার, শিরিনা খাতুন, কে এস সাদিয়া জামান, বৃষ্টি মিনা, দিপ্তী বৈরাগী, রাম প্রসাদ বাগচী, সুচন্দন গয়ালী, দুর্জয় রায়। ঢাকা জেলা থেকে ৯ জন- জিনাত নাজিয়া, আশিকুল কায়েস, উম্মে হানি মেঘলা, মোঃ আতিকুল ইসলাম, সাবিদ আলম সৌরভ, মোঃ জহুরুল ইসলাম, সাবিরা সুলতানা, সাইফ শাহীন, জীবন মাহমুদ, মোঃ রাশেদ হোসেন রাজ। যশোর জেলা থেকে ৮ জন- মোঃ হাসিবুর রহমান হাসিব, মোঃ রায়হান সিদ্দিক ময়না, ইফতেখার রহমান ইফতি, অনিক চক্রবর্তী, জিহাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রিন্স, ইসমাইল হোসেন আকাশ, নিয়াজ মোর্শেদ। নীলফামারী জেলা থেকে ৬ জন- রাজ্জাক দুলাল, নির্মল চন্দ্র রায়, এসএম সানোয়ার হোসেন, মোঃ জোনাব আলী, সঞ্জিত রায়, দুলাল রায়। বরিশাল জেলা ১ জন – মেহেদি হাসান মেঘ ও জামালপুর জেলা ১ জন- সামিউল হক শামীম।
    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সহ সভাপতি সেলিম হোসেন সাংগঠনিক বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শাওন ফারাজী, প্রকাশনা বিষয়ক সম্পাদক সৌরভ আলম সাবিদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য সাইফ শাহীন, রাইসুল ইসলাম, শাহরিয়ার কবির, মো. সোহেল হোসেন ও হাসান তালুকদার।