একটি মহল স্বাধীনতা ও ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র করছে :ফখরুল ইসলাম

    0
    227

    আমার সিলেট ডেস্ক,২৩ আগস্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যার ষড়যন্ত্র করছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সে নির্বাচন হতে দিবে না-মেনে নেবে না।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ভিক্টোরীর কনফারেন্স রুমে বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণের উদ্যোগে “জাতীয়তাবাদী যুবদলের রাজনৈতিক কর্মশালা-৭” উদ্বোধন শেষে স্বাগত বক্তব্যে ফখরুল একথা বলেন।মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে।

    একটি মহল দেশের স্বাধীনতা ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র করছে। যুবসমাজই পারে জাতিকে নতুন পথের আলো দেখাতে।তিনি বলেন, এক-এগারোর বিপর্যয়ের পরে বিএনপি যখন তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে তখনই বিএনপি চেয়ারপারসন এই প্রশিক্ষণ চালু করার নির্দেশ দিয়েছেন।বাংলাদেশের রাজনীতিতে যে অন্ধত্ব ছিলো তা থেকে বেরিয়ে আসতেই শহীদ জিয়া এই প্রশিক্ষণ কর্মশালা চালু করেছিলেন। বর্তমান যুগ জ্ঞানের যুগ।

    তাই রাজনীতিতে রাজনৈতিক দল নেতা কর্মীদের প্রশিক্ষণে রাখাটা জরুরি বলে মন্তব্য করেন তিনি।বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈযদ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহীন। কর্মশালা পরিচালনা করেন কবীর মুরাদ।

    দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গযশ্বের চন্দ্র রায়, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান।