Sunday 19th of August 2018 01:43:21 PM
Tuesday 12th of June 2018 06:18:42 PM

উত্তর কোরিয়ার নেতা কিম নিজের টয়লেট নিয়ে সিঙ্গাপুরে !


আন্তর্জাতিক ডেস্ক
আমার সিলেট ২৪.কম
উত্তর কোরিয়ার নেতা কিম নিজের টয়লেট নিয়ে সিঙ্গাপুরে !

আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১২জুন,ডেস্ক নিউজঃ রুদ্ধশ্বাস অপেক্ষার পর সিঙ্গাপুরে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক। আজ মঙ্গলবার স্থানীয় সময় মঙ্গলবার ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) সিঙ্গাপুরের স্যান্তোসা দ্বীপের পাঁচ তারকা ক্যাপেল্লা হোটেলে মিলিত হন এ দুই নেতা।

ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, বৈঠকে অংশ নিতে গত রোববার সিঙ্গাপুরে পৌঁছান কিম জং-উন। এ সময় তিনি তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নিজস্ব ব্যবহার্য জিনিসপত্র নিয়ে সিঙ্গাপুরে আসেন।

এর মধ্য থেকে বাদ যায়নি টয়লেটও! বিমানে করে ভাসমান টয়লেট নিয়েই পৌঁছান কিম। বেশ কয়েকটি টয়লেটের মধ্যে একটি রয়েছে তার নিজের মার্সিডিজ গাড়ির ভেতরেও।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি নর্থ-কোরিয়া ২০১৫ সালে এক প্রতিবেদনে জানায়, কিম জং-উনের ব্যক্তিগত ট্রেনেই শুধু তার বিশ্রাম কক্ষ আছে এমনটা নয়, বরং তিনি মাঝারি অথবা ছোট আকারের যে গাড়ি অথবা বিশেষ বাহনে ভ্রমণ করেন না কেন তার সবগুলোই নকশা করা হয় পাহাড়ি অথবা তুষারাবৃত পথেও চলাচলের উপযোগী করে।

উত্তর কোরিয়ার এই নেতার শারীরিক অবস্থা নিয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়। উত্তর কোরিয়ার গার্ড কমান্ডের সাবেক সদস্য লি ইয়ুন-কিওল বলেন, ‘পাবলিক টয়লেট ব্যবহার করেন না কিম। বরং সফরের সময় তার আশপাশে সবসময় রাখা হয় ভাসমান টয়লেট।’ তিনি বলেন, ‘নেতার মল পরীক্ষা করলে তার শারীরিক অবস্থার তথ্য পাওয়া যেতে পারে। আর এই কারণে এসব বর্জ্য যেখানে সেখানে ফেলা হয় না।’


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement
Place for advertisement

সর্বাধিক পঠিত


সর্বশেষ সংবাদ

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
news.amarsylhet24@gmail.com, Mobile: 01772 968 710

Developed By : Sohel Rana
Email : me.sohelrana@gmail.com
Website : http://www.sohelranabd.com