ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে নাঃপ্রধানমন্ত্রী

    0
    230

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জুলাই,ডেস্ক নিউজঃ দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসেন জঙ্গিবাদ সম্পর্কে প্রার্থনা করলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিরীহ মানুষকে মারার অধিকার কারো নেই। আর আত্মঘাতী হওয়া ধর্মের কোথাও উল্লেখ নেই। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছেন তাদের জন্য তিনি দোয়া করলেন।

    তিনি বলেন, ইসলাম ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ইসলাম ধর্ম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বরদাশত করা হবে না। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

    শনিবার আঊশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, হজ্জ মিশনকে আরও শক্তিশালী করা হচ্ছে। হজ নীতি আরও উন্নত করা হয়েছে। তিনি বলেন, সৌদিতে হাজিদের অবস্থান জানার সুযোগ উন্নত হয়েছে। হজ যাত্রীদের রেজিস্ট্রেশন ডিজিলাইজড করা হয়েছে। হজ যাত্রীরা যাতে হয়রানীর শিকার না হয় তার ব্যবস্থা করা হয়েছে।