ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কমিটিতে মৌলভীবাজারে চার নেতা

0
249

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাতীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
জাতীয় কাউন্সিল ‘২২ এ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী পূনরায় চেয়ারম্যান ও অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইরকে মহাসচিব নির্বাচিত করে জাতীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনায় সকাল ১০ টায় এক অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়।

ইসলামিক ফ্রন্টের জাতীয় কমিটিতে মৌলভীবাজার জেলা থেকে জেলা সভাপতি মোঃ জামাল উদ্দিন আহমেদকে যুগ্ম-মহাসচিব, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এড. হাবিবুর রহমান মুকুলকে আইন ও মানবাধিকার সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফারুক আহমদ ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদীকে সদস্য নির্বাচিত করা হয়।
মৌলভীবাজার জেলা থেকে এ চার নেতাকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করায় মৌলভী বাজার জেলা শাখা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার নেতাকর্মীরা উল্লাসিত। নবনির্বাচিত জাতীয় কমিটিকে মৌলভীবাজার জেলা ও বিভিন্ন ইউনিট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here