ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধে একাত্মতা ঘোষণা বাংলাদেশি হ্যাকারদের

    0
    420

    ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধে একাত্মতা ঘোষণা বাংলাদেশি হ্যাকারদের
    ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশি হ্যাকাররা। বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার সংগঠন অ্যানোনিমাসের ডাকে সাড়া দিয়ে বিশ্বের অন্যান্য হ্যাকার সংগঠনও একযোগে ইসরায়েলের বিভিন্ন ওয়েবসাইটে হামলা চালাচ্ছে।
    ফিলিস্তিনের সমর্থনে ঘোষিত এ সাইবার অপারেশনের সাংকেতিক নাম দেয়া হয় ‘#অপ ইসরায়েল’ (অপারেশন ইসরায়েল)।
    বাংলাদেশি হ্যাকার সংগঠন ‘গ্রে হ্যাট হ্যাকার্স’ নিজেদের ফ্যান পেজে তাদের হামলায় আক্রান্ত ইসরায়েলের ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করে। ইসরায়েলকে উদ্দেশ্য করে এক বার্তায় হ্যাকার সংগঠনটি বলে, “তোমাদের সাইবার স্পেসে আমাদের নাম দেখার জন্য প্রস্তুত হও।”
    সম্প্রতি বিশ্বের হ্যাকারদের উদ্দেশ্যে বার্তা প্রকাশ করে অ্যানোনিমাস। এতে ইসরায়েলকে ‘দখলদার’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে একযোগে হামলা চালিয়ে দেশটির সাইবার স্পেস ধ্বংসের আহ্বান জানানো হয়।
    অ্যানোনিমাসের এ আহ্বানে সারা দিয়ে বিভিন্ন দেশের হ্যাকার সংগঠনগুলোও ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলা শুরু করেছে। এর আগে ২০১২ সালেও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে অ্যানোনিমাস।

    Logo