ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা (রহ.)

    0
    440

    বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠায় ইমাম শেরে বাংলা (রহ.) চিরস্মরণীয় হয়ে থাকবেনঃবক্তাগণ

    ইমামে আহলে সুন্নাত, মোজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, খাজায়ে বাঙ্গাল হযরতুলহাজ¦ আল্লামা গাজী শাহসূফী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর ৫২তম ওরশ শরীফ ০৮ মার্চ রবিবার হাটহাজারী দরবার শরীফে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল থেকে পবিত্র খতমে কুরআন, খতমে বোখারীসহ বিভিন্ন খতম, বিকালে আল্লামা গাজী শাহসূফী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর কর্মজীবনীর উপর আলোচনা, মিলাদ-কিয়াম ও মুনাজাত শেষে রাত্রে তাবারুক বিতরণের মাধ্যমে পবিত্র ওরশ সম্পন্ন হয়। এতে ছদারত করেন শাহ্জাদা আলহাজ¦ সৈয়দ মুহাম্মদ বদরুল হক আলকাদেরী (মু.জি.আ)।

    প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব ও মোমবাতি প্রতীকে চসিক মেয়র প্রার্থী মাওলানা এম এ মতিন। অতিথি ও আলোচনায় অংশ গ্রহণ করেন শাহ্জাদায়ে শেরে বাংলা (রহ.) আলহাজ¦ সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী, শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, মুফতি আল্লামা আব্দুল ওয়াজেদ, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহিম আলকাদেরী, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী, আল্লামা ইউনুস রজভী, পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, আল্লামা ফরিদুল আলম রেজভী, ইসলামী ফ্রন্ট নেতা মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ হারুন সওদাগর, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, কাযী মাওলানা খালেদুর রহমান হাশেমী, অ্যাডভোকেট স ম শাহ্ জামান, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন তুষার, ডিকে শাহী গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম, রজভীয়া নূরীয়া ইসলামী সাস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র ফ্রন্টের সভাপতি মুহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

    রাবেত্বার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী ও যুবনেতা মাওলানা সাইফুল ইসলাম নেজামীর যৌথ স ালনায় উপস্থিত ছিলেন শাহ্জাদা সৈয়দ স ম এনাম, শাহজাদা সৈয়দ স ম নাজমুল হক, শাহ্জাদা সৈয়দ মুহাম্মদ মোজাম্মেল হক, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আহছানুল হক, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মনিরুল হক, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুল হক, শাহজাদা সৈয়দ মুহাম্মদ কামরুল হক, মাওলানা মাসরুফ আলকাদেরী, মাওলানা ফারুক আজিজী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, যুবনেতা ছগীর আহমদ, যুবনেতা ফরিদুল আলম, কে এম আজাদ রানা, মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ নাসির উদ্দিন রুবেল, এস এম ইকবাল বাহার চৌধুরী, মুহাম্মদ মোশাররফ হোসেন, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ নূর উন নঈম রিমন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, হাফেজ আতিকুল্লাহ, মুহাম্মদ শাহেদ, মাওলানা খাইরুল আমিন চিশতি, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, শায়ের নাজিম উদ্দিন, শায়ের সাইফুল ইসলাম, শায়ের মুহাম্মদ মুনীর উদ্দিন সহ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের শীর্ষস্থানীয় পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ।

    ওরশে পাকে বক্তারা বলেন, আক্বীদার বিশুদ্ধতা ব্যতিত কোন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। বিশ্বে সাধারণ মুসলমানের ইমাম আক্বীদা ধ্বংস করার জন্য যখন বিভিন্ন বাতিল সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উঠেছে তখনি ইমাম শেরে বাংলা (রহ.) তার ক্ষুরধার লেখনী, জ্ঞানগর্ভ বক্তব্য ও তর্ক যুক্তির মাধ্যমে মানুষকে সুন্নিয়তের প্রতি আহ্বান জানান এবং বাতিল পন্থীদের কবর রচনা করেন। বিশ্বে সুন্নীয়তের বীজ বপনের ক্ষেত্রে ইমাম শেরে বাংলা (রহ.)’র অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।