আহলে সুন্নাত জাতীয় নেতৃবৃন্দের উত্তরভঙ্গে সাংগঠনিক সফর

0
1189
আহলে সুন্নাত জাতীয় নেতৃবৃন্দের উত্তরভঙ্গে সাংগঠনিক সফর
আহলে সুন্নাত জাতীয় নেতৃবৃন্দের উত্তরভঙ্গে সাংগঠনিক সফর

এস এম সুলতান খানঃ বাংলাদেশের উত্তর বঙ্গ তথা বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগে আল্লামা আশরাফী ও আল্লামা এম এ মতিনের নেতৃত্বে সপ্তাহব্যাপী সুন্নিয়তের অভিযান প্রশংসার দাবী রাখে। এ ভাবে গোটা বাংলাদেশে টিম ওয়ারী অভিযান সময়ের দাবী।

সুন্নীয়তের সাংগঠনিক রাহবারদের উত্তরবঙ্গের সফর দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সংগঠন বিস্তৃতি লাভ করবে নিঃসন্দেহে।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার জাতীয় নেতৃবৃন্দের রংপুর ও রাজশাহী ডিভিশনে সপ্তাহব্যাপী সাংগঠনিক সফরে অংশ গ্রহণ করেন।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী (মা জি আ), মহাসচিব পীরে তরিকত, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ (মা জি আ),  কো চেয়ারম্যান,  রংপুর কারামতিয়া আলিয়ার অধ্যক্ষ ড. মুহাম্মদ আফজাল হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব, বৃহত্তর সুন্নী ঐক্যের প্রতীক জননেতা মাওলানা এম এ মতিন, সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ্ব স উ ম আবদুস সামাদ, সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, ছাত্রসেনার কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার ও ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি সাইফুদ্দিন আহমদ।

সপ্তাহব্যাপী সাংগঠনিক সফরের সমম্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক রিদওয়ান আশরাফী।

নেতৃবৃন্দ উত্তরবঙ্গের লালমণিরহাট, কুড়িগ্রাম,সিরাজগন্জ, নওঁগা, নিলফামারী, ঠাকুরগাঁও, নাটোর, রংপুর, পাবনা, রাজশাহী, টাঙ্গাইল জেলা ও মহানগর সমূহে আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার পৃথক পৃথক কমিটি ঘোষণা করেন।

বিভিন্ন জেলায় অনুষ্টিত এসব সম্মেলনে শতাধিক স্হানীয় আলেম ওলামা পীর মাশায়েখ ও সংগঠনের দায়িত্বশীল বিভিন্ন স্হরের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সুন্নিয়তের সাংগঠনিক জাতীয় নেতৃবৃন্দকে কাছে পেয়ে জেলা গুলোর সাংগঠনিক কর্মকান্ডে নতুন ভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে।

বিভিন্ন প্রোগ্রামে মূহুর্মূহু শ্লোগানের মাধ্যমে স্বাগতিক নেতা কর্মিরা বরণ করেন কেন্দ্রীয় নেতাদের। সফররত সুন্নীয়তের এসব রাহবারগণ শাহ মাখদুম (রা:) সহ সফররত বিভিন্ন জেলার অলি আউলিয়ার মাজার সমূহ জিয়ারত করেন।