আমরা যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার চাই: মির্জা ফখরুল

    0
    239

    আমার সিলেট ডেস্ক,৩০ আগস্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহামনের দল। বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে থাকতে পারে না। আমরা যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার চাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিচারের নামে প্রহসন করছে। এ কথা আমরা শুধু বলছি না। বিদেশীরাও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন। জামায়াত একটি রাজনৈতিক দল। অথচ তাকে এখন আওয়ামী লীগ আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার চেষ্টা করছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে কেবল জনগণই পারে।

    আজ শুক্রবার সন্ধ্যায় শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার প্রধান সড়কে এক কর্মীসভায় তিনি প্রধান অতিথির ভাষণদানকালে এসব কথা বলেন। জেলার প্রত্যেটি উপজেলার, ওয়ার্ড কমিটিকে উজ্জেবিত হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ফখরুল বলেন, গণতন্ত্রের ইচ্ছাকে এ সরকার মানতে চায় না। তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারা বাতিল করেছে। কারণ তারা জনগণের কাছে আস্থা হারিয়েছে। জনগণ আওয়ামী লগিকে প্রত্যাখ্যান করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করলে তারা সবাই জামানত হারাবে। তিনি বলেন, প্রত্যেকটি মধ্যপ্রচ্য দেশ এদেশ থেকে লোক নেয়া বন্ধ করে দিয়েছে। এ সরকার কোন দেশের সঙ্গে সুসম্পর্ক করতে পারেনি। ৫০০ গার্মেন্ট শিল্পকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। পুজিবাজার ৩৩ লক্ষ খুদে বিনিয়োগকারীদের পথে বসিয়েছে এ সরকার।

    মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি উপমন্ত্রী আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রকাশনা সম্পাদক শফি বিক্রমপুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক এ কে এম মহিউদ্দিন খান মোহন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জল প্রমুখ।