আবারও হতাহতের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে

    0
    202

    আমারসিলেট24ডটকম,১৪এপ্রিলঃ এক আততায়ীর গুলিবর্ষণে  আবারও হতাহতের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ক্যানসাস সিটিতে ইহুদিদের দুটি স্থাপনার বাইরে গুলিবর্ষণে ৩জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে একজন বৃদ্ধ ও তার কিশোর বয়সের নাতি এবং একজন মহিলা। গতকাল রোববার দুপুর ১টার দিকে ৭০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্যক্তি হাইল হিটলার বলে উল্লেখিতদের লক্ষ্যে একটি শটগান বের করে গুলিবর্ষণ করে।স্থানীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে, ক্যানসাসের ওভারল্যান্ড পার্ক এলাকার জিউইশ কম্যুনিটি ক্যাম্পাস ও নিকটবর্তী ভিলেজ শালোমে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ ৭০ বছর বয়সী ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তার আচরণে তাকে ইহুদিবিদ্বেষী সংগঠন কু ক্লাক্স ক্ল্যানের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ এক কিশোর আশংকাজনক অবস্থায় তাদের কাছে চিকিৎসাধীন আছে।সামাজিক কেন্দ্রের সামনে নিহতরা হলেন ড. উইলিয়াম লুইস কর্পোরান ও তার ১৪ বছর বয়সী নাতি রিয়াট গ্রিফিন আন্ডারউড। সামাজিক কেন্দ্রের গাড়ি রাখার জায়গায় তাদের হত্যা করা হয়। তারা দুজনেই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন।এই সামাজিক কেন্দ্র থেকে কয়েকটি গলি পরে বৃদ্ধনিবাস ভিলেজ শালোমে অপর এক নারীকে গুলি করে হত্যা করা হয়।পুলিশ জানিয়েছে হামলাকারী স্থানীয় নয়।সুত্রঃওয়েবসাইট