আত্রাইয়ে ডাকাতি চেষ্টা রুখে দিল গ্রামবাসী

    0
    187

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৮আগস্ট,নাজমুল হক নাহিদ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নৌকাযোগে ডাকাতি চেষ্টা রুখে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া ও নওদুলী গ্রামে। চতুর্দিকে পানি আর পানি, মাঠ খাল বিল পানিতে একাকার। পানিবন্দী গ্রামবাসীরা এমনিতেই রয়েছে আতঙ্ক উৎকন্ঠার মধ্যে। নানাবিধ সমস্যায় তারা জর্জরিত। তাদের এ কাটা ঘায়ে লবনের ছিটা দিতে হানা দিয়েছিল একদল ডাকাত।
    স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত দেড়টার দিকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ডাকাতদল প্রথমে হানা দেয় উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিতে থাকলে গ্রামবাসী একযোগে লাঠিসোটা নিয়ে বের হয়। তাদের এ অবস্থা বুঝতে পেরে ডাকাতরা নৌকা নিয়ে সেখান থেকে শটকে পড়ে। পরে তারা হানা দেয়ার চেষ্টা করে নওদুলী বাজারে। সেখানে কর্তব্যরত নাইটগার্ড জোরে জোরে বাঁশি বাজাতে থাকে এবং আত্রাই থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। সাথে সাথে পুলিশের টহল গাড়ি সেখানে গেলে ডাকাতরা সেখান থেকেও শটকে পড়ে।

    ফককিয়া গ্রামের আব্দুস ছালাম বলেন, দুইটি ইঞ্জিন চালিত বড় নৌকাযোগে ডাকাতরা আসতেছিল। মসজিদের মাইকের ডাক শুনে আমরা গ্রামবাসী একত্রিত হলে তারা অন্যদিকে চলে যায়। এ ব্যাপারে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, পুলিশের টহল দল ওই রোডেই ছিল। সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে গিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা (ডাকাত) পালিয়ে গেছে। বর্ষাকালে চতুর্দিকে পানি। এই সুযোগে অনেকেই এ ধরনের ঘটনা ঘটানোর অপচেষ্টা করবে। তবে আমরা চতুর্দিকে পুলিশী টহল বৃদ্ধি করেছি। আশা করি আত্রাইয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি ঘটবে না।