Monday 23rd of July 2018 11:54:01 AM
Monday 30th of April 2018 11:25:14 AM

আত্রাইয়ে আজব ফুল দেখতে উৎসুক জনতার ভিড়


ভিন্ন সংবাদ ডেস্ক
আমার সিলেট ২৪.কম
আত্রাইয়ে আজব ফুল দেখতে উৎসুক জনতার ভিড়

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০এপ্রিল,নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে এক আজব ফুলের সন্ধান পাওয়া গেছে। এ ফুল দেখতে এখন প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে। ফুলটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামের মানিক মন্ডল ওরফে ঝড়ুর বাড়ি সংলগ্ন স্থানে মাটি ফেটে বের হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ুরবাড়ি সংলগ্ন বাড়ির উঠানের এক পাশে মাটি ফেটে একটি ফুল বের হতে দেখা যায়। পরদিন শুক্রবার সকালে ফুলটি আকারে আরো একটু বড় হয়। সন্ধ্যা হতে হতে ফুলটি অনেক বড় আকৃতির হয়ে যায়। অন্যান্য ফুলের সুগন্ধি থাকলেও এ ফুল থেকে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে।
এদিকে আজব এ ফুলের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফুলটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে।

এ বিষয়ে বড়শিমলা গ্রামের সংশ্লিষ্ট ইউ পি সদস্য মো: রফিকুল ইসলাম ও শাহাদৎ হোসেন বলেন, আমরা আমাদের বয়সে এ জাতীয় কোনো ফুল দেখিনি। এটি আমাদের কাছে খুব আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। এবং এই ফুলের ঘ্রাণ অন্য ফুলের তুলনায় অনেক গুন বেশি।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন বলেন, আমি এ বিষয়ে কোনো সংবাদ পাইনি। তবে আমার মনে হচ্ছে, এটি কোনো আগাছা হতে পারে। এমন আগাছা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে জন্মে থাকে, এখানে কৌতুহলের কিছু নেই।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement
Place for advertisement

সর্বাধিক পঠিত


সর্বশেষ সংবাদ

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
news.amarsylhet24@gmail.com, Mobile: 01772 968 710

Developed By : Sohel Rana
Email : me.sohelrana@gmail.com
Website : http://www.sohelranabd.com