আজ ২৫ সেপ্টম্বর সোমবার রাজধানীতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর জুলুছ

0
55

আমার সিলেট ডেস্ক: প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ ২৫শে সেপ্টেম্বর’২০২৩ইং সোমবার সকাল ১১ ঘটিকার সময় ‘জশনে জুলুছ’ (র্যালী) বের হবে।
মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গন হতে র‌্যালি (জুলুছ) বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, (মোহাম্মদপুর পোস্ট অফিস) মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে মাদ্রাসা ময়দানে এসে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
জুলুছে নেতৃত্ব প্রদান ও জুলুছ শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন নবী বংশের ৪১তম আওলাদ আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা:)।
উক্ত জুলুছ ও মাহফিলে আরও উপস্থিত থাকবেন প্রখ্যাত ওলামায়ে কেরাম, দেশবরেন্য গবেষক, ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগীসহ সরকারি-বেসরকারী উর্ধতন কর্মকর্তাবৃন্দ ।

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকা । এর পক্ষে মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here