আজ শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন

0
327
আজ শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন
আজ শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন

”শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন-২০২২ অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে জেলা প্রশাসন বদ্ধপরিকর।“

মিনহাজ তানভীরঃ  রাত পোহালেই বুধবার (২৭ জুলাই ২০২২। আর মাত্র কয়েক ঘণ্টা পর শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শূন্য পদে উপনির্বাচন-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন যথাক্রমে-কেসব বাড়ই-তালা প্রতিক,হাজি মোঃ লিটন আহমেদ-টিউবওয়েল প্রতীক ও পরিমল দাস-বৈদ্যুতিক বাল্ব প্রতিক।   

এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মীর নাহিদ আহসান (২৬ জুলাই ২০২২) মঙ্গলবার শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ভোটার, বিভিন্ন প্রার্থীর এজেন্ট, ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিজাইডিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। এসময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে বলেন, ”শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন-২০২২ অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে জেলা প্রশাসন বদ্ধপরিকর।“

উল্লেখ্য,সাবেক উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেবের মৃত্যুতে শূন্যপদে উপ-নির্বাচনে  প্রতিদন্ধিতা করতে ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রেম সাগর হাজরা পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।