Sunday 27th of September 2020 11:38:26 PM
Saturday 11th of January 2014 01:22:33 PM

আজ জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ শপথ নিলেন

জাতীয়, বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
আজ জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ শপথ নিলেন

আমারসিলেট24ডটকম,১১জানুয়ারীঃ আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে শপথবাক্য পাঠ করান। গত বৃহস্পতিবার নবনির্বাবিত ২৮৪ জন সংসদের মধ্যে ২৭৯ জন শপথ নেন। কিন্তু এরশাদসহ ৫ জন সেদিন শপথ নেননি। সেদিন তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপরদিকে গত দুদিন ধরে জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতাই জানিয়েছিলেন- যে কোনো সময় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ শপথ নেবেন। আজ তিনি শপথ গ্রহণ করেন।
অন্যদিকে গত বৃহস্পতিবার শপথ নিতে পারেননি আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমুল হাসান ও জাতীয় পার্টির নাসিম ওসমান। আজ তারাও শপথ নিতে সংসদ ভবনে আসেন। দেশের বাইরে থাকার কারণে তারা নির্ধারিত দিন ৯ জানুয়ারি শপথ নিতে পারেননি। একই কারণে এখনো শপথ নেননি আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও জাসদের মঈনুদ্দিন খান বাদলও।

উল্লেখ্য, সামপ্রতিককালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড গার্মেন্টসের পাশেই স্বাধীন গার্মেন্টসের অবস্থান বলে জানা যায়।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc