আজ খাপড়া ওয়ার্ড শহীদ দিবস

    0
    417

    ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস আজ বুধবার । ১৯৫০ সালের এই দিনে রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে কমিউনিস্ট পার্টির সাত কর্মীকে হত্যা করে পুলিশ।
    কারা কর্তৃপক্ষের দুর্ব্যবহার, নিম্নমানের খাবার সরবরাহ এবং কারাবিধান অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন রাজবন্দীরা। ওই সময় গুলিতে আরও ৩১ জন রাজবন্দী আহত হন।
    নিহত রাজবন্দীরা হলেন ময়মনসিংহের সুখেন্দু ভট্টাচার্য, দিনাজপুরের বলরাম সিংহ, নওয়াবগঞ্জের সুধীন ধর, কুস্টিয়ার দেলোয়ার হোসেন ও হানিফ শেখ এবং খুলনার বিজন সেন ও আনোয়ার হোসেন।
    দিবসটি উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আজ আলোচনা সভার আয়োজন করেছে আবদুশ শহীদ সংসদ। এতে বাম রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা আলোচনা করবেন।