Tuesday 29th of September 2020 09:48:53 PM
Saturday 22nd of February 2014 04:07:45 PM

আগামীতে বিএনপির চেয়ে ভালো করতে চায় এরশাদ

রাজনীতি ডেস্ক
আমার সিলেট ২৪.কম
আগামীতে বিএনপির চেয়ে ভালো করতে চায় এরশাদ

আমারসিলেট24ডটকম,২২ফেব্রুয়ারীঃ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিএনপির চেয়ে অবশ্যই ভালো করতে হবে- এমন মন্তব্য করে আগামী নির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ, এম এরশাদ। আজ শনিবার দুপুরে জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের লালমনিরহাটের বাসভবনে মতবিনিময় সভায় এসব কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হয়েছে, এতে জাতীয় পার্টির কী ভূমিকা ছিলো, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এসব আপনারা সবই জানেন। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিএনপির চেয়ে অবশ্যই ভালো করতে হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ, এম এরশাদ আরো বলেন, বর্তমান অবস্থায় বা অদূর ভবিষ্যতে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে অতিক্রম করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তবে চেষ্টা অবশ্যই থাকবে।

আমি রংপুর ও লালমনিরহাটসহ এ অঞ্চলের জাতীয় পার্টির নেতা-কর্মী-সমর্থকসহ সবার সঙ্গে দেখা করতে এসেছি উল্লেখ করে এরশাদ বলেন, আপনারা আমার পাশে সব সময়ই আছেন। জাতীয় পার্টি বর্তমান সরকারের কিছু ক্ষেত্রে অংশীদার, আবার কিছু ক্ষেত্রে অংশীদার নয়।

সে সময় তিনি “লালমনিরহাট জাতীয় পার্টির দুর্গ ছিলো, দুর্গ আছে এবং দুর্গ থাকবে”বলে মন্তব্য করেন এরশাদ। আগামী দিনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে এ কথা সত্য প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস, যোগ করেন এরশাদ।

চলমান উপজেলা পরিষদ নির্বাচনে জাপার ফলাফল সম্পর্কে এরশাদ বলেন, যেসব স্থানে জাতীয় পার্টি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিয়েছিল, সবখানেই দলের একাধিক প্রার্থী ছিলো। ফলে ফল বিপর্যয় হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার মতো যেসব স্থানে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে, সেসব স্থানে ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে বলে এরশাদ মনে করছে।

 


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc