আক্কেলপুরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

0
340
আক্কেলপুরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
আক্কেলপুরে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

নিশাত আনজুমান,আক্কেলপুর,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে বৃহস্পিবার সকাল ১০.০০ টায় আক্কেলপুর উপজেলা পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী এই মেলার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি), মৌসুমী হকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাঠে মোট ১৩ টি স্টলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রদর্শন করেছে কৃষির প্রযুক্তি, বালাই দমনে কার্যকর কিছু বালাইনাশক, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, জৈব সার ব্যবস্থাপনা ইত্যাদি।

মেলায় কৃষি বিষয়ে যাবতীয় তথ্য ও প্রযুক্তিসেবা পাওয়া যাচ্ছে। মেলায় কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, গার্ডেন টিলার, ফুট পাম্প মেশিন। এ সব কিছু যন্ত্রের মাধ্যমে ধান রোপণ বপন থেকে শুরু করে ধান কাটা, মাড়াইসহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে।

মেশিনগুলো সরকারি ভর্তুকি মূলে পাওয়া যাচ্ছে।

কৃষির শ্রমিক সংকট মোকাবিলায় কম্বাইন হারভেস্টর গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।এ  বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন বলেন, সরকারের প্রচলিত ভর্তুকি কার্যক্রমের মাধ্যমে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ভর্তুকির আওতায় কৃষি যন্ত্র পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here