Tuesday 23rd of July 2019 07:24:42 PM
Sunday 24th of March 2019 04:44:56 PM

আইকিউএসি,নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে ওয়ার্কসপ

শিক্ষা ডেস্ক
আমার সিলেট ২৪.কম
আইকিউএসি,নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে ওয়ার্কসপ

শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) -এর উদ্যোগে দু’দিনব্যাপি ওয়ার্কসপ ২৩ ও ২৪ মার্চ,২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ব্যবসা অনুষদের ডীন ও ওছঅঈ –এর পরিচালক প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে ওয়ার্কসপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী। ওয়ার্কসপের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রফেসর এবং এ বিষয়ে বিশেষজ্ঞ ড. মোঃ মজহার আলী। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরী ওয়ার্কসপের শুরুতে ড. মোঃ মজহার আলীর বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবন তুলে ধরেন এবং বাংলাদেশের উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে তাঁর অবদান বর্ণনা করেন ।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন এই ওয়ার্কসপে অংশগ্রহণকারী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ-এর শিক্ষক ও কর্মকর্তাগণ তাদের পেশাগত দক্ষতা ও গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবেন। দু’দিনব্যাপী এই ওয়ার্কসপের প্রথম দিনের বিষয় ছিল Quality Assurance & Self-Assessment Exercise এবং দ্বিতীয় দিনের বিষয় ছিল Quality Assurance : Teaching – Learning| ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc