অভিভাবকহীন শিশু ময়মনসিংহের ? কিভাবে যাবে নিজ ঘরে?

    0
    229

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০সেপ্টেম্বর,নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর আত্রাইয়ে অভিভাবক বিহীন আব্দুল্লাহকে (৭) চরম বিপাকে পড়েছেন আশ্রয়দাতা শাহাদৎ হোসেন। জানা যায়, গত কুরবানী ঈদের তিনদিন পর আত্রাই রেলওয়ে প্লাটফরমে ঘুরাফিরা করছিল এই বালক।

    সন্ধ্যা ঘনিয়ে আসার পর সে পিছু নেয় উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের ভিক্ষুক শাহাদৎ হোসেনের। তার প্রতি মমত্বােবধ দেখিয়ে তিনি তাকে নিয়ে যান নিজ বাড়িতে। তার দেয়া তথ্য অনুযায়ী তার নাম আব্দুল্লাহ পিতার নাম আব্দুল কাদের। গ্রাম দততলা, থানা ফুলপুর ও জেলা- ময়মনসিংহ। সে কিভাবে এখানে এসেছে তা সে বলতে পারে না।

    এদিকে বেশ কয়েকদিন আশ্রয় দিয়ে রাখা শাহাদৎ ভিক্ষুক হওয়ায় তার ভরণপোষণ চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। তাই গত কয়েকদিন আগে বালকটিকে নিয়ে আসেন আত্রাই থানায়। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, আমরা বালকটির ছবিসহ মেসেজ ময়মনসিংহসহ বিভিন্ন থানায় পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

    এদিকে বালকটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছেন শাহাদৎ। কিন্তু কেউ তার আশ্রয় দিতে রাজি না হওয়ায় এখন চরম বিপাকে পড়েছেন শাহাদৎ হোসেন।