Friday 5th of June 2020 09:25:33 AM
Tuesday 4th of June 2019 09:04:07 PM

অবশেষে চাঁদ দেখা গেছে বুধবারেই ঈদুল ফিতর (আপডেট)

ইসলাম, জাতীয়, বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
অবশেষে চাঁদ দেখা গেছে বুধবারেই ঈদুল ফিতর (আপডেট)

পুর্বে চাঁদ দেখা যায়নি জানালেও অবশেষে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পেয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার রাত ১১টার দিকে চাঁদ দেখা কমিটির জরুরি বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

এর আগে ইফতার শেষে মাগরিবের নামাজের পর প্রথম বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। কিন্তু তারা দেশের কোথাও থেকে চাঁদ দেখতে পাওয়ার খবর পাননি।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাত ৯টার দিকে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় ৫ জুন পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। এর পরিপ্রেক্ষিতে ৬ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশা আল্লাহ।’

এদিকে মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরের দিন বাংলাদেশে ঈদ হয়। সেই সুবাদে কাল বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি ছিল দেশবাসীর মধ্যে। এদিকে পাশের দেশ ভারতের কলকাতায়ও চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়।

এরপর তারাবির নামাজ শেষে আবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানান। তিনি বলেন, রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অনেকে চাঁদ দেখতে পেয়েছেন বলে খবর পান। পরে কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই করলে তার সঠিক পাওয়া যায়। এমতাবস্থায় ৫ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক।’

চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।নিউজ আপডেট


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc