শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের দূর্গাপুজো মন্ডপ পরিদর্শন

    0
    467
    একটি মন্দিরের দৃশ্য
    একটি মন্দিরের দৃশ্য

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,অক্টোবর,হৃদয় দাস শুভঃ শুক্রবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে সনাতন ধর্মাম্বলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “শারদীয় দুর্গোসব” ৷ সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলের ১৬৬ পুজো মন্ডবে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে  শারদীয় দুর্গোসব৷

    শ্রীমঙ্গল উপজেলায় পুজা মন্ডপগুলোর সার্বিক প্রস্তুতির বিষয়ে সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে “শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ” বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের খোঁজ খবর নেন৷

    এর মধ্যে উল্লেখযোগ্য পুজা মন্ডপগুলোর নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা পূজার সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ্টি প্রকাশ করেন৷

    মণ্ডপের কাজে ব্যস্ত
    মণ্ডপের কাজে ব্যস্ত

    এ ব্যাপারে “মাস্টার পাড়া পুজা সংসদ” এর সম্পাদক সন্জীব রায় রনি বলেন “পুজাতে কোন সমস্যা নেই,সবদিক থেকে সবার সহযোগীতা পাচ্ছি”।

    মন্দিরে পাহারারত পুলিশের সদস্য ও আনসার সদস্যরা, ছবি হাবিবুর রহমান খান।
    মন্দিরে পাহারারত পুলিশের সদস্য ও আনসার সদস্যরা, ছবি হাবিবুর রহমান খান।

    দক্ষিন ভাড়াউড়া পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বলেন “আইনশৃঙ্খলা ভাল ৷কোন ধরনের সমস্যা হচ্ছে না ৷ সুষ্ঠুভাবে সব হচ্ছে৷

    এদিকে শ্রীমঙ্গল সার্বজনীন দূর্গাবাড়ী পুজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম পাল শ্যামল বলেন,আমাদের যেহেতু স্থায়ী মন্দির তাই আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুষ্ঠুভাবে পুজা পালনকরি ৷ তিনি আরও বলেন সবদিক বিবেচনায় সবকিছু ভালই চলছে।

    “শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব” নেতৃবৃন্দের পরিদর্শন দলে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম এর প্রধান সম্পাদক,আনিছুল ইসলাম আশরাফী,সহ-সভাপতি মনসুর আহমদ,সাংগঠনিক সম্পাদক,আব্দুল মজিদ,রোকনুজ্জামান,কাজল শীল,হাবিবুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।