৯০ কোটি টাকা উত্তোলনের সময় ১১ প্রতারক আটক

    1
    218

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯মার্চঃ ব্র্যাক ব্যাংকের গুলশান শাখা থেকে জালিয়াতির মাধ্যমে এফডিআরের ৯০ কোটি টাকা উত্তোলনের সময় ১১ জন প্রতারককে আটক করেছে রাজধানির গুলশান থানা পুলিশ।

    গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবির জানান, রোববার দুপুর দুইটার দিকে ১১ প্রতারককে আটক করা হয়েছে।

    আটক ব্যক্তিরা হলেন- হাসিবুল হাসান, মিরাজুল ইসলাম, সাব্বির রহমান, নাজমুল হক, শাহানুর রহমান, খোরশেদ আলম, দেলোয়ার হোসেন, সেলিম আহমেদ, শাহজাহান, কাজী মোঃ শাহাদাত হোসেন ও মাহবুবুর রহমান।

    গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, আটকৃতরা ব্র্যাক ব্যাংকে কানাডা প্রবাসী একজনের এ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে এফডিআরের ৯০ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে ব্যাংক কর্মকর্তারা পুলিশে খবর দেন।”

    গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নূর আলম বলেন, “একটি সংঘবদ্ধচক্র ভুয়া কাগজপত্র দেখিয়ে চেক জালিয়াতির মাধ্যমে ৯০ কোটি টাকা তোলার চেষ্টা করে। ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

    পুলিশ জানায়, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির ফিক্সড ডিপোজিট রিটার্নের (এফডিআর) টাকা জালিয়াতি করে তুলতে আসে ওই প্রতারকচক্র।