৮শ’কোটি টাকা দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে জাইকা

    0
    207

    আমার সিলেট  24 ডটকম,১৭নভেম্বরঃ কৃষি প্রধান দেশ বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ৮শ’ কোটি  টাকার দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।এ সপ্তাহে এর চুক্তি স্বাক্ষর হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের কৃষি ও আর্থিক সেবা ভুক্তি বিভাগ জানিয়েছে, বাংলাদেশের কৃষকদের ফসল উপাদনের চাহিদা বাড়াতে এবং আমদানি বিকল্প ফসল বৃদ্ধি করতে জাইকা এ ঋণ দিচ্ছে। দশমিক শূন্য এক শতাংশ সুদে তারা এ ঋণ দিচ্ছে ৪০ বছরের জন্যে।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে জাইকার সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যেত। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তারা আসতে পারেনি। আশা করি আগমী সপ্তাহে এ চুক্তি স্বাক্ষর হবে।সূত্র থেক  জানা যায়, এ ঋণ আমরা এনজিওগুলোর মাধ্যমে কৃষকদের মাঝে পৌঁছে দেয়া হবে। কৃষকদের সুবিধার জন্য এটা করা। কৃষকরা এক বছর মেয়াদী এ ঋণের অর্থ মাসিক কিস্তিতে পরিশোধ করবে।