৮ম পে-স্কেল প্রত্যাখ্যান করলো রুয়েট শিক্ষক সমিতি

    0
    158

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ অষ্টম জাতীয় পে-স্কেলের গেজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড ও মর্যাদা সুমন্নত না রাখায় এই গেজেট প্রত্যাখ্যান করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর শিক্ষক সমিতি।

    আজ সোমবাবর রুয়েট শিক্ষক সমিতি এক বিবৃতিতে অষ্টম জাতীয় পে-স্কেলের গেজেট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে চার দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট আলটিমেটাম দিয়েছে।

    দাবীগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বে-কাঠামো প্রবর্তন, রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে শিক্ষকদের পদমর্যাদাগত অবস্থান নিশ্চিত করা, সরকারী কর্মকর্তাদের মত গাড়ী ও বাড়ীসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের মধ্যবর্তী সময়ে ঘোষিত অষ্টম পে-স্কেল পূনঃনির্ধারন করে সিলেকশন গ্রেড শিক্ষকদের সিনিয়র সচিবের সমতুল্য, অধ্যাপকদের সচিবের সমতুল্য এবং সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের বেতন ক্রমানুসারে নির্ধারন করতে হবে।

    রুয়েট শিক্ষক সমিতি’র সভাপতি প্রফেসর ড. তারিফ উদ্দীন আহমেদ ও সাধারন সম্পাদক প্রফেসর. ড. এন. এইচ. এম. কামরুজ্জামান সরকার স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে, তাদের দাবী না মেনে নেয়া হলে গনতান্ত্রিক উপায়ে কঠোর আন্দোলন কর্মসূচী প্রয়োজনে লাগাতার কর্মসূচী দিতে বাধ্য হবে।