৭ নভেম্বরের রহস্য উদ্ঘাটনে বিচারবিভাগীয় কমিশনের দাবি

    0
    241

    জাতীয় রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করে ৭ নভেম্বর ১৯৭৫ সালের ঘটনা প্রবাহের সঠিক ইতিহাস দেশ-জাতি ও আগামী প্রজন্মকে সত্য পটভূমি জানাতে বিচারবিভাগীয় কমিশন গঠন করা সময়ের দাবি হয়ে উঠেছে।
    শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৭ নভেম্বর ১৯৭৫; প্রচার ও অপপ্রচার’ শীর্ষক এক আলোচনা সভায় এমন দাবি করেন। আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

    বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সমালোচিত ও বিতর্কিত দিন ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এইদিনের ঘটনা জাতীয় রাজনীতিতে যে ওলটপালট শুরু হয়েছিল, তার রেশ থেকে জাতি আজও মুক্ত হতে পারেনি, কলঙ্কমুক্ত হয়নি বাংলাদেশের রাজনীতিও। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি রহস্যময় অধ্যায় হয়ে আছে।

    তাঁরা আরও বলেন, ৪৩ বছর পর আজও বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা পরিচ্ছন্ন ও পরিপূর্ণ নয়। ৭ নভেম্বরকে এখন আর কেউ বিপ্লব বলে না। জাসদের ‘সিপাহি জনতার বিপ্লব’ এবং বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সময়ের ব্যবধানে আর সঠিক ইতিহাসের অগ্রপথে ফিকে হয়ে গেছে।

    অতিথিবৃন্দ আরও বলেন, ৭ নভেম্বরের রহস্য উদঘাটন করতে রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা, বিচার-বিশ্লেষণ ও মুল্যায়ন করা; সময়ের অন্যতম দাবি হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে এবং দেশ-জাতি ও আগামী প্রজন্মকে ৭ নভেম্বর ১৯৭৫ সালের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা উচিত।

    সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য-মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক ও কলাম লেখক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা-এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, খালেদ মোশাররফের জ্যেষ্ঠ কণ্যা ও সাবেক সংসদ সদস্য-মাহজাবিন খালেদ, কবি ও লেখক-সোহরাব হাসান, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল (বিচ্ছু জালাল), সাংবাদিক মাহবুব কামাল, সার্জেন্ট সায়েদুর রহমানের পুত্র-মো. কামরুজ্জামান মিয়া, চাকুরী থেকে বরখাস্ত-করপোরাল আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা সায়িদ মহিউদ্দিন হায়দার, সেক্টর কমান্ডার বীর উত্তম লে. কর্ণেল আবু ওসমানের মেয়ে-নাছিমা ওসমানসহ আরও অনেকে।