মৌলভীবাজারে ৭ দেশের উচ্চ পদস্থ’ কর্মকর্তাদের শিক্ষা সফর

    1
    275

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩মার্চ,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিদেশী ৭ রাষ্ট্রের সেনা,নৌ ও বিমান বাহিনীর ৩০জন উচ্চ পদস্থ’ কর্মকর্তারা স্টাডি ট্যুর করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের (আইএসটি) উদ্যোগে ও এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন (ওএসপি,এনডিসি,পিএসসি)এর নেতৃত্বে এ শিক্ষা সফর অনুষ্টিত হয়। স্টাডি ট্যুরে বাংলাদেশসহ ভারত, মিয়ানমার,নাইজেরিয়া,সাউথ সুদান,সৌদি আরব,শ্রীলংকার তিন বাহিনীর উচ্চ পদস্থ’ ৩০জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

    স্ট্যাডি ট্যুরের অংশ হিসাবে দুপুরে কুলাউড়া উপজেলা সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তার সাথে ৩ বাহিনীর কর্মকর্তারা মতবিনিময় করেন। এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইন এর সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামর”ল ইসলাম ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, চীনের জিপি ক্যাপ্টেন ইয়াং চুনজি, ভারতের বিগ্রেডিয়ার জে এস সান্ডু, মিয়ান মারের কমাডোর ওং কাউ মু,নাইজেরিয়ার ক্যাপ্টেন এস এম অরিমলাদে,সাউথ সুদানের বিগ্রডিয়ার ওয়াই মাওয়েম ডেং, শ্রীলংকার বিগ্রেডিয়ার ড্লাবিউ, এ বি, এ সুধাং সিনহা (ইউএসপি,আইজি), সৌদি আরবের স্টাফ ক্যাপ্টেন মহসিন বিন ফালেহ এস আল বগমিসহ ৩০জন উর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিজ নিজ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সরকার বিভিন্ন মন্ত্রনালয়ের তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করেন।

    এর পর বিকেলে শিক্ষা সফরের শেষ পর্বে উপজেলার ব্রাম্মনবাজার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ব্রাম্মনবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বারসহ স্থানীয় প্রশাসন কিভাবে তৃণমূলে কাজ করে সে বিষয়ে জনপ্রতিনিধিরে সাথে মতবিনিময় করেন ৭দেশের ৩বাহিনীর উচ্চ পদস্থ’ ৩০কর্মকতারা।