৭০০ অভিবাসীসহ নৌকা ডুবিঃবিপুল সংখ্যাক প্রাণহানির আশংকা

    0
    191

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬আগস্টঃ প্রায় সাতশো অভিবাসী সহ লিবিয়ার উপকুলে একটি নৌকা ডুবে যাওয়ার পর বিপুল সংখ্যাক মানুষের প্রাণহানির আশংকা করা হচ্ছে।

    উদ্ধার অভিযানের সমন্বয়কারী ইটালীর কোস্ট গার্ড বলছে, এ পর্যন্ত তারা সাগর থেকে চারশো মানুষকে উদ্ধার করতে পেরেছে।লিবিয়ার উপকুল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এসে এই মাছ ধরা নৌকাটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।নৌকাটি থেকে পাঠানো বিপদ সংকেত পেয়ে চারটি জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা হয়।তিনটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

    ধারণা করা হচ্ছে অভিবাসীরা সবাই নৌকার একদিকে জড়ো হওয়ার পর এটি উল্টে যায়।এ বছর ভূমধ্যসাগরে এরকম অভিবাসী বহনকারী নৌকা ডুবে এপর্যন্ত অন্তত দুহাজার মানুষের মৃত্যু ঘটেছে।বিবিসি