৭নভেম্বর রুশ বিপ্লব দিবস পালন করুনঃওয়ার্কাসপার্টি

    0
    246

    আমার সিলেট  24 ডটকম,০৬নভেম্বরঃ ১৯১৭ সালের ২৫ অক্টোবরকে কেন্দ্র করে রাশিয়ান ক্যালেন্ডার বছরে দুনিয়া কাঁপানো দশদিনের এক মহান বিপ্লবের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে এক নতুন সমাজ ও রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। যার নেতা ছিলেন মহান মার্কসবাদী লেনিন ও স্টালিন। এ দিনটি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ছিল ৭ নভেম্বর। একটি নবীন পুঁজিবাদী রাষ্ট্রে গর্ভে শ্রমিক শ্রেণী তথা প্রলেতারিয়াত শ্রেণীর নেতৃত্বে গড়ে ওটা প্রথম এ সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা ছিল এক যুগান্তকারী ঘটনা। এরপর আর পিছনের দিকে তাকাতে হয়নি। এই মহান অক্টোবর বিপ্লবের পতাকা হাতে নিয়ে এশিয়া ও ইউরোপের ১৩টি দেশে শ্রমিকশ্রেণীর নেতৃত্বে জনগণতান্ত্রিক তথা সমাজতান্ত্রিক দেশ ও রাষ্ট্রের গোড়া পত্তন হয়। সারা বিশ্বে সাম্রাজ্যবাদ, দালাল বুর্জোয়া ও সামন্তবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তিযুদ্ধ তথা সমাজ বদলের সংগ্রাম জোরদার হয়।

    যদিও বিংশ শতাব্দীর শেষ অব্দে সাময়িক কালের জন্য কয়েকটি দেশে সমাজতান্ত্রিক আন্দোলনের বিপর্যয় ঘটে, তবুও অদ্যাবধি চীন, ভিয়েতনাম, কিউবা ও কোরিয়ান সমাজতান্ত্রিক দেশের নেতৃত্বে সারা বিশ্বে এখনও সমাজতান্ত্রিক আন্দোলন এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। আফ্রো এশিয়া লাতিন আমেরিকা, নেপালসহ বিশ্বের দিকে দিকে এখনও সাম্রাজ্যবাদ তথা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ও সমাজতান্ত্রিক আন্দোলন এগিয়ে চলেছে। সমাজতান্ত্রিক আন্দোলন অজেয়, সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ তথা বিশ্বের যে কোন জাতীয় নিপীড়ক গোষ্ঠী এর অপ্রতিরোধ্য গতিকে স্তব্ধ করতে পারবে না। বিশ্বের দিকে দিকে মার্কসবাদ-লেনিনবাদের পতাকা হাতে নিয়ে এবং অক্টোবর বিপ্লবের আদর্শে বলীয়ান হয়ে আমরা বিজয় ছিনিয়ে আনবোই। প্রেস বিজ্ঞপ্তি