৫ লক্ষ টাকা মূল্যের সেগুন গাছ চুরি

    0
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মে,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স থেকে ৫লক্ষ টাকা মূল্যের ১টি সেগুন গাছ রাতের আঁধারে চুরি হলেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সহ কেউ কিছু জানে না।

    যানাযায় জনগুরুত্বপূর্ণ জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সের সার্ভার ষ্টেশন অফিসের সম্মুখ হতে প্রায় ৫লক্ষ টাকা মূল্যের একটি ১সেগুন গাছ কে বা কাহারা রাতের আধাঁরে কেটে নিয়ে যায়। এবিষয়ে সংশ্লিষ্ট সার্ভার ষ্টেশন, প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা ইঞ্জিনিয়ার অফিস এর অনেকের সাথে আলাপকালে তারা জানান গত ২/৩দিন থেকে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান থেকে গাছটি কেটে নিয়ে গেলে কেউই এ বিষয়ে জানেন না। অপর দিকে একটি বিশ্বস্থ সূত্রে জানা যায় ৫লক্ষ টাকা মূল্যের সেগুন গাছটি ৫এপ্রিল রাত ২টার দিকে কেটে নেওয়া হয়েছে।

    তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সকলেই নিরব ভূমিকা পালন করছে। উপজেলা প্রশাসনের কিছু সংখ্যাক অসাধু কর্মকর্তা কর্মচারী চাকুরি জনিত কারনে নাম প্রকাশ না করার শর্তে বলেন- সংশ্লিষ্ট প্রশাসন যদি সেগুন গাছটি অপেন টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা হত তাহলে ৫লক্ষ টাকার উপরে মূল্য পাওয়া যেত।

    প্রশাসনের কিছু কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজেসে সেগুন গাছটি রাতের আধাঁরে চুরির নাটক সাজিয়ে গাছটি সরিয়ে ফেলা হয়েছে। তারা আরও জানান সুষ্ট তদন্ত করলে গাছুবের হয়ে আসবে সেগুন গাছ চুরির মূল রহস্য। বিষয়টি খতিয়ে না দেখা হয় তাহলে কমপ্লেক্সের ভিতর থেকে আর মূল্যবান গাছ কেটে নেওয়া হবে বলে ধারনা করছে।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান জানান- সেগুন গাছ চুরির বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে বিষয়টি আমি খতিয়ে দেখছেন বলে জানান।