৫ জানুয়ারি জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কা থাকলে অনুমতি নয়

    0
    257

    সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩জানুয়ারীঃ আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিকে কেন্দ্র করে একই স্থানে দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে কাউকেই অনুমতি দেয়া হবে না।
    রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো শন্তিপূর্ণ সমাবেশে পুলিশ অনুমতি দেবে। অশান্তির আশঙ্কা থাকলে অনুমতি দেয়া হবে না।

    ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।

    দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করতে প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশের জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

    অন্যদিকে বিএনপির এই ঘোষনার পর, ‘গণতন্ত্র বিজয় দিবস’ হিসেবে পালন করতে একই দিন সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৮টি পয়েন্টে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

    ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।