৫টি মন্ত্রিসভার কমিটি গঠন

    0
    289

    আমারসিলেট24ডটকম,১জানুয়ারীঃ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কমিটির সবার শেষে জায়গা করে নিয়েছেন। আইনশৃঙ্খলা ছাড়াও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), সরকারি ক্রয় সংক্রান্ত, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।
    আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক করা হয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে। ১৩ সদস্যের এ মন্ত্রীসভা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এছাড়া বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকেও সদস্য করা হয়েছে।
    বরাবরের মতো এবারো একনেকের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৫ সদস্যের একনেকে সদস্য হিসেবে রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এ এ মান্নান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও সদস্য হিসেবে রয়েছেন।
    সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক আবুল মাল আবদুর মুহিত। ১২ সদস্যের এ মন্ত্রীসভা কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন শিল্প আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এছাড়া বিষয় সংশি্লষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকেও সদস্য করা হয়েছে।

    পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধানও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১২ সদস্যের এ মন্ত্রিসভা কমিটিতে রয়েছেন শিল্প আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের,  তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী।
    অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রধানও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১২ সদস্যের এ মনি্ত্রসভা কমিটিতে রয়েছেন শিল্প আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন,, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিনিয়োগ বোর্ডের ড. এস এ সামাদ। এছাড়া বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকেও সদস্য করা হয়েছে।