৩২৯ রানের টার্গেট নিয়ে তাঁড়া করছে ভারত

    0
    247

     আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬মার্চঃ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ৩২৯ রানের লক্ষ্য তাঁড়া করছে ভারত।১১ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৬৪ রান।

    ব্যাট করছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া।নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩২৮ রান করে তারা।

    চতুর্থ ওভারেই উমেশ ইয়াদবের বলে ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া ১০৫ রান করে উমেশ ইয়াদবের বলেই আউট হন স্মিথ।

    ৩৮তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। পরের ওভারে অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন উমেশ।

    ৪৩তম ওভারে মোহিত শর্মার বলে রোহিত শর্মার হাতে ধরা পড়ে ফিরে যান মাইকেল ক্লার্ক।এরপর ফেরেন শেন ওয়াটসন ও জেমস ফকনার।

    বিশ্বকাপে এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা দল ভারত ও অস্ট্রেলিয়া।৭টি ম্যাচেই জয় পেয়েছে অজিরা।

    অস্ট্রেলিয়া ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলে সর্বোচ্চ ৪টি বিশ্বকাপ জিতেছে, আর ৩টি ফাইনালে খেলে তার দুটি জিতেছে ভারত।ভারত ও অস্ট্রেলিয়া দল আজ অপরিবর্তিত রয়েছে।

    এই ম্যাচের জয়ী দল রোববারের ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে।