৩নভেম্বর রোববার পূর্ণ সূর্যগ্রহণ

    0
    219

    আমার সিলেট  24 ডটকম,০১নভেম্বরঃ ৩নভেম্বর রোববার পূর্ণ সূর্যগ্রহণ ।  বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে রাত ৯টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাসস।কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মান সময় বিকাল ৫টা ৫ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।এন্টিগুয়া এবং বারবুডা দ্বীপের উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে আগামী ৩নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা ১১ মিনিট ৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার মেচেরিয়া শহরের উত্তর-পূর্ব দিকে দুপুর ২টা ৫১ মিনিট ৪২ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।বারমুডা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৩নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের সোমালিয়ার গ্যালকাও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে বিকাল ৫টা ৩৬ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।আফ্রিকা মহাদেশের লাইবেরিয়ার গ্রীনভিল শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে আগামী  ৩নভেম্বর স্থানীয় সময় বেলা ১১ টা ৫৯ মিনিট ৪৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।তবে বাংলাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না বলে বাসস জানায়।