৩দিনের ইজতেমা বাংলাদেশের চট্টগ্রামে:১০,১১ ও ১২ ফেব্রুয়ারি

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ফেব্রুয়ারীঃ কুরআন ও হাদিছের আলোকে সুন্নাতের বিশ্বব্যাপি অরাজনৈতিক সংগঠন দা’ওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নাতে ভরা ইজতেমা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০১৬খ্রি. বুধবার সকাল ১০টা থেকে শুক্রবার জুমা পর্যন্ত নগরীর বাকলিয়াস্থ নুরনগর হাউজিং সোসাইটি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্ধশত একরের অধিক খোলা জমিনের উপর এ ইজতেমা অনুষ্ঠানের জন্য মাসাধিক কাল ধরে প্রস্তুতি চলছে। গত বছর সুন্নাতে ভরা ইজতেমায় ১০ লাখের মত মুসুল্লি অংশ নিয়েছিল। ইজতেমার আয়োজকদের মতে এবারের ইজতেমায় ১৫ লাখের মত মুসুল্লি অংশ গ্রহন করবে। আর এ সংখ্যাকে সামনে রেখেই ইজতেমা ময়দানের প্রস্তুতি চলছে। ইজতেমায় কাজের অংশ হিসাবে থাকছে জেলা ভিত্তিক নির্ধারিত স্থান।

    আয়োজকদের মতে ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন হবে।

    প্রস্তুতি সম্পন্নের জন্যে ৮০ জন শ্রমিক ধারাবাহিক ভাবে দিনরাত কাজ করে চলেছে। অংশগ্রহণকারী মুসুল্লিদের প্রয়োজনীয় পানি সরবরাহের লক্ষ্যে বসানো হয়েছে ৩০ টি পানির ট্যাংক। ইজতেমা ময়দানের পাশে রয়েছে দুটি বড় পুকুর। সাথে আরো থাকছে ওয়াসার পানির ১০ টি ভাউচার,সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহের জন্য করা হয়েছে ৩০০ টি অজু গোছল খানার ব্যাবস্থা।

    শৃঙ্খলা রক্ষার জন্যে ১০ হাজার স্বেচ্ছা সেবকের ব্যাবস্থা রয়েছে। সহজে পানি প্রাপ্তির জন্য ময়দানে আরও ছোট ছোট ১০টি পুকুর খনন করা হয়েছে।

    উল্লেখ্য,আমিরে আহলে সুন্নাত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার আল কাদেরির নেতৃত্বে বিশ্বব্যাপী দাওয়াতে ইসলামির উদ্যোগে এ ইজতেমা বাংলাদেশে আওলিয়াদের শহর নামে খ্যাত চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে।