২-২ গোলে সমতাঃপ্রধানমন্ত্রীও স্টেডিয়ামে

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে বিরতির পরেই ম্যাচে সমতা ফিরিয়েছে মামুনুল বাহিনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের ফাইনাল এখন ২-২ গোলে সমতায় রয়েছে। ২-২ গোলে সমতার কিছুক্ষন পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন।এর আগেই সজিব ওয়াজেদ জয়,অর্থমন্ত্রি আবুল মাল,সুরঞ্জিত সেনসহ আরও অনেক নেতৃবৃন্দকে স্টেডিয়ামের গ্যালারীতে বসে খেলা দেখতে দেখা যায়।
    ৪৮ মিনিটে বাংলাদেশের পক্ষে গোল করেন জাহিদ হাসান এমেলি।৫৩ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইয়াসিন খান। সমতাসূচক গোলের পর ম্যাচে চরম উত্তেজনা বিরাজ করছে।
    ৩১ মিনিটে দূরপাল্লার শট থেকে গোল করেন মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুল।গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করেও সফল হয়নি বাংলাদেশ। উল্টো ৩৯ মিনিটে মালয়েশিয়া আরেকবার বল পাঠায় বাংলাদেশের জালে। প্রথম গোল হজমের পর এলোমেলো হয়ে পড়ে স্বাগতিকদের রক্ষণ। যে সুযোগে মালয়েশিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করেন কুমারান।শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মামুনুলের দল।

    শিরোপা জয়ের ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৫২ ভাগ বল দখলে রাখলেও গোলের দেখা পায়নি মামুনুলরা ফিনিশিংয়ের অভাবে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও হতাশ হতে হয়েছে বাংলাদেশ।
    ম্যাচের ১০ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সেমিফাইনালের ম্যাচ সেরা বাংলাদেশের ফুটবলার জাহিদ হোসেন।হেমন্ত ভিনসেন্ট খেলছেন না তার ইনজুরির কারণে।