২৯ডিসেম্বর বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরিক্ষা

    0
    327

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০ডিসেম্বরঃ   মৌলভীবাজারে সুনাম ধন্য সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি জেলার সব চেয়ে বড় মেধা যাচাই পরিক্ষা আগামী ২৯ ডিসেম্বর ২০১৭ মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে সকাল ১০টা হতে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত ৩য়-১০ম শ্রেণি প্রায় আড়াই হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে । মানবতার সেবা ও সমাজ উন্নয়নে আত্মনিবেদিত সামাজিক এ সংগঠন ২০০১ সাল থেকে সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী সফলতার সহিত বাস্তবায়ন করে আসছে । তারই ধারাবাহিকতায় গত ৩ মাস ধরে জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রেজিষ্টেশন চলছে।

    উক্ত পরিক্ষার এ জেলা ব্যাপি মেধা যাচাই পরিক্ষা পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী, প্রাইভেডাইজেশন কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, সিলেট কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকি চৌধুরী এবং গত বৎসর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার সহ সরকারি বেসরকারী উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে অথিতি হিসাবে অংশগ্রহণ করেন।

    তার ধারাবাহিকতায় জেলার সবচেয়ে বড় এই প্রতিযোগিতা মূলক পরিক্ষা সফল ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১৭ ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পৌরসভার সভা কক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জোবায়ের আলী আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠাদের মধ্যে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মোঃ আবু তাহের, প্রেস ক্লাব মৌলভীবাজারের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, দি মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক সোহাদ আহমদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজ ২৪ এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, ফটো নিউজ বিডি সম্পাদক এমদাদুল হক, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ ষ্ট্যাফ রির্পোটার ওমর ফারুক নাঈম, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পরিক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোহাম্মদ মেরাজ, উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তাকবির হুসাইন, সোহান হুসাইন হেলাল, নির্বাহী পরিচালক কুলাউড়া শাখা মোঃ মাহফুজ সাকিল, নির্বাহী পরিচালক জুড়ী শাখা আলামিন আহমদ, শামীম আহমদ, নির্বাহী পরিচালক রাজনগর শাখা আলিম আল-মুনিম, নির্বাহী পরিচালক মৌলভীবাজার সদর, দুলাল হোসেন জুমান, রুমেল আহমদ, রাফি কোরেশী, মোস্তাকিম রহমান রাহী, কমলগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হক সুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি আশরাফুল খান রুহেল প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি