২৭ ও ২৮ ফেব্রুয়ারীঃবাউল সম্রাট শাহ আব্দুল করিম উৎসব

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫ফেব্রুয়ারীঃ সুনামগঞ্জের দিরাইয়ে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব। বেসরকারী মোবাইল ফোন কোম্পানী গ্রামীন ফোনের অর্থায়নে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী জমকালো আয়োজনের মাধ্যমে এবারের লোক উৎসবটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারী ভোর রাত পর্যন্ত। দুই দিনব্যাপী অনুষ্ঠান মালায় দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা করবেন এবং দেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

    সোমবার দুপুরে দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর ঘোষনা দেন তার একমাত্র পুত্র ও উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক শাহ নুর জালাল। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম, দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, গ্রামীন ফোনের এ্যারিয়া ম্যানাজার সাদিকুর রহমান, দেবাশীষ রায়, । অনুষ্ঠানটি স্বার্থক ও সুন্দর করে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন।