২৬ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে

    0
    428

    আমারসিলেট24ডটকম,২০ডিসেম্বরঃ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী ২৬ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে  নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
    সিইসি রকিবউদ্দীন জানান, আগামী ২৬ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি।
    বৈঠকে উপস্থিত ছিলেন- ৪ নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, করণীয় নির্ধারণ ও নির্বাচন পরিচালনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়।