জাতীয় দিবসে পতাকার ব্যবহারে অনিহা না অজ্ঞতা ?

    0
    239

    আমারসিলেট24ডটকম,২১ফেব্রুয়ারীঃ আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল রাজনৈতিক,সামাজিক, ধর্মীয় সরকারি-বেসরকারী নানা সংগঠন গুলো অত্যন্ত শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে ।আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের বাঙ্গালীদের দিবস হিসেবে পালিত হত, কিন্তু এখন আর তা শুধু বাঙ্গালীদের নি,সারা পৃথিবীতেই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।৭ই ফাল্গুন রোজ বুধবার ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের এই দিনে নিজ মাতৃভাষার সম্মান রক্ষার্থে রাজ পথে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন রফিক, সালাম, শফিক,বরকত জব্বার, সহ অনেকে ।যার ফল হিসেবে  আজ এ দেশের বাঙ্গালীরা নিজ মাতৃভাষায় “মা” বলে ডাকতে পারছে।

    আজকের দিবস সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে এক মুক্তিজদ্ধা বলেন ৫২’র পথ ধরেই ৭১ এর জন্ম ,কিন্তু অতি দুঃখের বিষয় আমি প্রতি বৎসর এ দিবস গুলোতে ঘুরে ঘুরে দেখি যারা সারা বৎসর ২১’ এর চেতনা ও ৭১’র মুক্তি যোদ্ধের দোহায় দিয়ে রাজনীতি করে তারা ওই দিন গুলোতে কি করে ?যে দিন গুলোর জন্য আমার ভাইয়েরা প্রান দিয়েছেন আমরা যোদ্ধ করেছি! ভাষার জন্য  গেল ৬২ বৎসর,৭১ এর গেল ৪২ টি বৎসর, অথচ আজ ও এ দেশের মানুষ জাতীয় পতাকার  ব্যাবহার সম্পর্কে অসচেতন! এর দায় কে নিবে ?

    কথা গুলো বলছিলেন মুক্তিযোদ্ধা জাতিয় বীর শেখ জামান,চেয়ারম্যা,মুক্তিযোদ্ধা কল্যান সংসদ সিলেট বিভাগ।তিনি  শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকা ঘুরে নিজের মোবাইল দিয়ে জাতীয় পতাকা ব্যাবহারের একটি চিত্র তুলে আনেন যাহা  নিম্নে দেওয়া হলঃ-

    জাতীয় পতাকা  একদম উপরে
    জাতীয় পতাকা একদম উপরে
    আজ পতাকা টানাতে ভুলে গেছেন শ্রীমঙ্গলের  কিছু সরকারি কর্মচারিরা
    আজ পতাকা টানাতে ভুলে গেছেন শ্রীমঙ্গলের কিছু সরকারি কর্মচারিরা
    আজ পতাকা নেই
    আজ পতাকা নেই
    এখানে ও পতাকা নেই !
    এখানে ও পতাকা নেই !

    যার খুশী যেমন

    সরকারি বে-সরকারি এমন প্রায় ৩৫/৪০ টি অফিসের চিত্র রয়েছে তার কাছে , যে গুলোর মধ্যে হয় পতাকা টাঙাননি আর না হয় বিজয়ী পতাকা টাঙিয়েছেন। কলেবর বৃদ্ধির কারনে বাকি ছবি  গুলো  দেওয়া হচ্ছে না।