২য় বার সিলেটে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল

    0
    290

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জেলা পর্যায়ের জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি ২য় বারের মত নির্বাচিত হলেন। এই উপলক্ষে ৭ নভেম্বর বুধবার সিলেটের রিকাবী বাজারের পুলিশ লাইনস্থ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসানাত খান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ মহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়।

    আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান, সহকারি পুলিশ সুপার (সদর) এসএম জহিরুল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মোঃ আমিনুল ইসলাম সরকার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মোঃ নজরুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আনিছুর রহমান খাঁন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) আনিসুর রহমান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ সহিদুর রহমান সহ সিলেট জেলার সকল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    এছাড়াও সিলেটের প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    জৈন্তাপুরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট তামিল ও আন্তঃ জেলা ডাকাত গ্রেফতার সহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করে পুরষ্কার দেওয়া হয়।
    এ ব্যাপারে অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির জানান- এ অর্জন শুধু তাঁর নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের মধ্যে উৎসর্গ করেছেন বলে প্রতিবেদককে জানান। এনিয়ে তিনি ২য় বারের মতন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরুষ্কার গ্রহন করেন।