১৫বছর কারাভোগের পর ৩ভারতীয়কে ফেরৎ দিল বাংলাদেশ

    0
    255

    শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ ১৫ বছর কারাভোগের পর ৩ ভারতীয় নাগরিককে তাদের দেশে ফেরৎ দেয়া হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে ওই ৩ যুবককে বিএসফ’ এর  কাছে হস্তান্তর করে বিজিবি। ওই ৩ যুবকের একজন ধলাই জেলার মনুঘাট থানার রক্তচাপড়া গ্রামের সচি মোহনের ত্রিপুরার পুত্র অন্ত মোহন  ত্রিপুরা (৩৫) একই উপজেলার কুবরার পাড়া গ্রামের সুবোধ দেববর্মার পুত্র মৃণাল কান্তি দেববর্মা (৩১), গঙ্গানগর থানার হাসকপাড়া গ্রামের রিয়াসা দেববর্মার পুত্র বয়নজয় ত্রিপুরা (৩৫)।

    ২০০৪ সালের ১লা জানুয়ারী সীমান্তের কারিশা বস্তি থেকে অস্ত্র পাচারের অপরাধে আটক করেছিলো তৎক্ষালিন বিডিআর। গতকাল জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদেরকে প্রথমে পুলিশ হেফাজতে নেয়া হয়। বিজিবি এ বিষয়টি বিএসএফকে পত্র দ্বারা অবহিত করলে ওই ৩ ভারতীয় যুবককে ফেরতের পক্রিয়া শুরু হয়।

    আজ মঙ্গলবার বিজিবি ৫৫ ব্যাটারিয়ানের বাল্লা কোম্পানী কোমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন ও চুনারুঘাট থানার এস আই হেলাল বিএসএফ’ ও ভারতীয় পুলিশের যৌথ বাহিনীর কাছে ওই ৩ যুবককে বাল্লা চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেন। অপরদিকে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া মানসিক রোগী রমজান আলী (২৮) কে একই সাথে ফেরত দেয় বিএসএফ। রমজানের বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে। সে ওই গ্রামের মালেক মিয়ার পুত্র।