১৩ জুন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিকদের দ্বি-বার্ষিক নির্বাচন

    0
    225

    কে হচ্ছেন সভাপতি সম্রাট-মুমিন-রহমান-এনাম

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১জুন,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের ৪উপজেলার সর্ববৃহত শ্রমিক সংগঠন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেউ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের শেষ সময়ে জোর প্রচারনায় মুখরিত হয়ে উঠছে প্রতিটি ইউনিট। নির্বাচনকে ঘিরে শ্রমিক ইউনিট গুলোতে ব্যস্থ দিন কাঠাচ্ছেন সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা কারী ৪ প্রার্থীরা।

    সিলেটের জৈন্তাপুর-গোয়াইনঘাট-কানাইঘাট-কেম্পানীগঞ্জ পাথর অধুষিত এলাকা হওয়ার সুবাধে ৪উপজেলার অধিকাংশ লোক পাথর শ্রমিক। তিলে তিলে গড়ে উঠা শ্রমিক সংগঠনটি এক পর্যায়ে শ্রম অধিদপ্তরের অধিনে বৃহত্তর উত্তর সিলেটের মধ্যে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ট্রেড ইউনিয়ন হিসাবে অধিভুক্তি লাভ করে (যাহার রেজী নং-চট্ট-১৯০৯)। শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে নানা আন্দোলনের সংগ্রামের মাধ্যমে সংগঠনটি বৃহত্তর সিলেটের ৪উপজেলায় কার্যক্রম পারিচালনা করে থাকে। সংগঠন প্রতিষ্ঠারপর হতে আনুষ্ঠানিক ভাবে তারা তাদের নেতা নির্বাচন করে। তারই ধারাবাহিকয়ায় ৫ম বারের মত আগামী ১৩জুন ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    আর সেই নির্বাচনকে ঘিরে চলছে নানা-আলোচনা ও সমালোচনা। ১৪টি পদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই জনপ্রিয় সংগঠনের কর্ণদ্বার হতে ৫২টি ইউনিটে প্রায় ২৬০৫ ভোটারের মধ্যে এখন বইছে আনন্দের হওয়া। সেই সাথে ৪উপজেলার লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি ট্রেড ইউনিয়নের নির্বাচনের দিকে। ১৩জুন কে হচ্ছেন সভাপতি এনিয়ে চলছে নানা কল্পনা ও জল্পনা।

    ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছেন সাবেক ট্রেড ইউনিয়নের ২বারের নির্বাচিত সভাপতি ও উপজেলার জননন্দিত শ্রমিকনেতা মরহুম মুখলিছুর রহমান দৌলার একমাত্র সন্তান মঞ্জুর এলাহী সম্রাট (ছাতা) প্রতিক, সদ্য সাবেক সভাপতি আব্দুর রহমান (গোলাপফুল) প্রতিক, মুমিনুল হক মুমিন (চেয়ার) প্রতিক, এছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম (চাকা) প্রতিক নিয়ে।

    ইউনিয়নের প্রতিটি ইউনিট পরিদর্শন করে ভোটারদের মধ্যে কথা বলে মর্যদাপূর্ণ সভাপতি পদে অত্র ট্রেড ইউনিয়নের ২বারের নির্বাচিত সভাপতি মরহুম মুখলিছুর রহমান দৌলার একমাত্র ছেলে মঞ্জুর এলাহী সম্রাট ও মুমিনুল হক মুমিনের মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে একাধিক সূত্রে দাবী করছে।