১৩বছরেও কিবরিয়া হত্যার বিচার হলো নাঃড.রেজার ক্ষোভ

    0
    428

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জানুয়ারীঃ  ১৩ বছর পেরিয়ে গেলেও আমার বাবা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার সুষ্ঠ তদন্তও বিচার পাইনি।  এই হত্যা কাণ্ডের পিছনে কারা জড়িত, কাদের মদদ ছিল তা এখনও বেড়িয়ে আসেনি।   এ থেকে সবাই অনুমান করতে পারেন এই হত্যা কাণ্ডের পেছনে কারা জড়িত এবং কারা সুবিধা পেয়েছে।  আমরা পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই বলে আসছি উপরোক্ত বিষয় গুলো প্রমাণ করার জন্য।  এবং এখন তা না হওয়াতে দেশ বাসীর সাথে সাথে কিবরিয়া পরিবারও হতাশ।

    গতকাল ২৭ জানুয়ারি শাহ এ এম এস কিবরিয়ার ১৩ মৃত্যুবার্ষিীকতে এ কথা গুলো বলেন ড. রেজা কিবরিয়া।প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যু বাষিকীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এতে পরিবারের সদস্য বৃন্দ সহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে ঈদ-পরবর্তী এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শাহ এ এম এস কিবরিয়া। জনসভা শেষে তাঁর ওপর গ্রেনেড হামলা করা হয়। এতে কিবরিয়াসহ পাঁচজন প্রাণ হারান। আহত হন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।

    শাহ এ এম এস কিবরিয়া ১৯৫৪ সালে পাকিস্তান সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভাষা-সৈনিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গঠন করেন। দেশ স্বাধীন হলে পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠনের কাজে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) প্রধান নির্বাহী ছিলেন।

    শাহ এ এম এস কিবরিয়া ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। পরে তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন। ২০০১ সালে তিনি হবিগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।