১২-তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের সভা

    1
    281

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৭ সেপ্টেম্বর  : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ-এর ১২-তম দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন প্রবীণ রাজনীতিবিদ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি ডা. এম এ করিম। জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক কর্মিসভা ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

    আগামী ১৯ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার জেলা কমিটির নেতাকর্মিরা দলীয় কার্যালয়ে সমেবেত হয়ে বাস যোগে জাতীয় সম্মেলন সফল করার জন্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া সম্মেলনকে সামনে রেখে গণসংযোগ, প্রচার তৎপরতা চালানোর জন্য দায়িত্ব বন্টন করা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্টঃ ২৩০৫ এর মোঃ মোস্তফা কামাল, রিকশা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ, চা শ্রমিক সংঘের শিশুলাল লোহার, সন্যাসী নাইড়–, ট্রেড ইউনিয়ন সংঘের কর্মি সুমন বিশ্বাস কালা, তাজুল ইসলাম, কায়েস মিয়া প্রমুখ।

    সভায় বক্তারা শ্রমিক স্বার্থ বিরোধী ও আইএলও কনভেনশন পরিপন্থি শ্রম আইন-২০১৩ প্রত্যাখান করে গণতান্ত্রিক শ্রম আইন, শ্রম আইনে অর্জিত ন্যূনতম অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সর্বক্ষেত্রে রেশনিং চালু ও ৮০০০ টাকা ন্যূনতম মজুরীর দাবীতে দেশব্যাপী ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলুন আহবান জানান।